উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

কুসুমপুরা আ’লীগের বর্ধিত সভায় মোতাহের

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ পটিয়া আসনের আ’লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলার দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এ লক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ সকলের সহাযোগিতা কামনা করেন। গত শুক্রবার রাতে উপজেলার কুসুমপুরা আ’লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী, মো. ফারুক, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য চৌধুরী আবুল কালাম। বক্তব্য রাখেন পৌর মেয়র আইয়ুব বাবুল, শাহাদাত হোসেন ফরিদ, ঋষি বিশ্বাস, আবু সুফিয়ান টিপু, চেয়ারম্যান জাকারিয় ডালিম, ইব্রাহিম বাচ্চু, মো. এমরান মনা, কাজী মোরশেদ, জীবন আরা বেগম রুবি, এসএমএ কুতুব উদ্দিন, মো. নাছির উদ্দিন, মাহমুদুর হক, নুরুল আবছার, কাজী জসিম উদ্দীন, দিদারুল আলম পিংকু, সাজেদা বেগম, নুরুল ইসলাম চৌধুরী, হাজী কালাম, সরোয়ার খান, নুরুল আলম, কাজী ফরিদ, মো. জাফর, মো. মিজান, হাফেজ আইয়ুব, আজম খান, সাইফুল ইসলাম, ডাক্তার শামসুল, ইসহাক, ইউছুপ বাঙালি, নুর আলম ছিদ্দিকী, আবু সাদাত মো. সায়েম, আমিনুল ইসলাম লিটন, ইউসুফ খান, খোরশেদ আলম, আজিজ মেম্বার, নেজাম মেম্বার, হিরু মেম্বার, জিয়াউদ্দিন বাবলু, জানে আলম, নাফিস ইকবাল, আজিজুল রহমান, মামুনুর রশিদ, মো. এমরান, আব্দুল রহিম, আব্দুল রহমান, আতিকুর রহমান, মিজবাহ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজারে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসিআইইউর অ্যাডমিশন ফেস্টিভ্যাল উদ্বোধন