উন্নত প্রযুক্তির চিকিৎসা সহজলভ্য করায় গুরুত্ব

চমেক হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালিত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালিত হয়েছে। গত শনিবার দিবসটি উপলক্ষে চমেকের নতুন কনফারেন্স হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি হাসপাতালের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগ ও সোসাইটি অব নিউরোলজিস্ট বাংলাদেশ অনুষ্ঠানটি আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্র্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান। অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন ও চমেক উপাধ্যক্ষ ডা. মো. আব্দুর রউফ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নিউরোলজি বিভাগের রেসিডেন্ট ডা. আসিফুল হক।

নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. শওকত এমরান এবং ডা. সামি এম আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রদীপ কুমার কায়স্থগীর, অধ্যাপক ডা. শিউলী মজুমদার, অধ্যাপক ডা. পঞ্চানন দাশ, সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুল আলম খন্দকার, ডা. মো. মুহিতুল ইসলাম, ডা. মো. সালাহ উদ্দিন, ডা. মশিউজ্জামান আলফা, ডা. তৌহিদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. জামান আহম্মদ, ডা. প্রিয়তোষ দাশ, ডা. এএনএম মনজুরুল কাদের চৌধুরী, ডা. শামসুল আলম, ডা. হুমায়ুন কবির, ডা. নাঈমা মাসরুরা, রেজিস্ট্রার ডা. মো. রিফাত কামাল, ডা. মবিনুল হক চৌধুরী ও ডা. কামরুল হাসান। বক্তারা বিশ্বব্যাপী পারকিনসন রোগসহ অন্যান্য মুভমেন্ট ডিসঅর্ডারের প্রকোপ, এসব রোগের ব্যাপারে গণসচেতনতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করার ওপর গুরুত্ব আরোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধফিফা বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি আরব