উদ্বোধন করলেন জাতীয় ফুটবলার ঋতুপর্ণা চাকমা

দোহাজারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বিকেলে দোহাজারী শঙ্খনদের তীরে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। উদ্বোধনী খেলায় অংশ নেয় পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র এবং মোহাম্মদ নগর ফুটবল একাডেমি, কোলাগাঁও, পটিয়া। নির্ধারিত সময়ে ২২ গোলে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ট্রাইব্রেকারে পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্রকে ৩৫ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার আনিস। উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও সাবেক ফুটবলার বশীর উদ্দিন খান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহ্‌ আলম, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান সাকু, দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য মো. ফেরদৌস, মো. মামুন, মো. ওয়াসিম, মো. শিমুল, আরিফুল ইসলাম সুমন, মো. এনাম, মো. শিপন, মুহিম বাদশা, মো. মাহাবু, মো. রিমন, মো. আবুল হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার হরিনখাইনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিপিএলে ভালো কিছু হচ্ছে না বললেন সুজন