চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে বড়হাতিয়া ৯নং ওয়ার্ডের চিংগী শাহ (রা:) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
ক্রীড়া ব্যাক্তিত্ব সেলিম উদ্দীনের সঞ্চালনায় ও লোহাগাড়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানি, আধুনগর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, লোহাগাড়া সদর এলডিপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো: শাহ আলম, মো: জিসান, মো: আইয়ুব, মো: মনসুর আলম প্রমুখ।
খেলায় বড়হাতিয়া ৪নং ওয়ার্ড ফুটবল একাদশকে ১ গোলে হারিয়ে জয় লাভ করে বড়হাতিয়া ২নং ওয়ার্ড ফুটবল একাদশ।