উদীচী সভাপতি বদিউর রহমানের প্রয়াণ

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। গত বুধবার গভীর রাতে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী সভাপতি অধ্যাপক বদিউর রহমানকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে তার কফিনে শ্রদ্ধা নিবেদন পর্ব চলে। এরপর দুপুরে তার মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন স্বজনরা। খবর বিডিনিউজের।

উদীচী কেন্দ্রীয় সংসদ, ছায়ানট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের শিল্পীকর্মীরা শহীদ মিনারে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মোহসীন
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরীর স্ত্রীর ইন্তেকাল