হাটহাজারী উদালিয়া চা বাগান এলাকায় পাহাড়ি টিলা থেকে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে সজল দাশ (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউপির পশ্চিমে উদালিয়া চা বাগানের কালাপানি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাটি চাপায় নিহত সজল কালাপানি এলাকার মৃত বিশ্বজিৎ দাশের ছেলে ।
নিহত ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল চা বাগান এলাকায় কর্তৃপক্ষের নির্দেশে ৪ শ্রমিক পাহাড়ে মাটি কাটতে যায়। উচু ঝুঁকিপূর্ণ টিলা থেকে মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে ৪ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ঘটনাস্থলেই সজল দাশের মৃত্যু হয়। এ সময় আহত হয় বিজয় রায় (১৭), চন্দন দাশ (১৬), জনি দাশ (১৬)। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উদালিয়া চা বাগান বিট পুলিশের সহকারী উপপরিদর্শক মাইনুদ্দিন। তিনি বলেন, নিহত শ্রমিক সজলের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছে। সৎকারের জন্য মালিক পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে বলে শুনছি।
নিহত সজলের মা জবা দাশ জানান, ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড় কাটতে পাঠিয়ে আমার বুক খালি করলো কর্তৃপক্ষ।
উদালিয়া চা বাগান ম্যানেজার জাহাঙ্গীর আলম পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেছেন। তিনি বলেন, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে তার সৎকারের জন্য কিছু নগদ অর্থ ীসহায়তা প্রদান করা হয়েছে। শ্রম আইনে জরিমানা যা আসে সেটা শ্রমিক প্রতিনিধিরা দেখবেন। ময়নাতদন্ত ছাড়াই শ্রমিক ইউনিয়নের সভাপতি আবেজ দাশ ও সাধারণ সম্পাদক বিজয় দাশ নিহত সজলের লাশ নিয়ে গেছেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, পরিবেশ আইন বিধি লঙ্ঘন করে উদালিয়া চা বাগানে পাহাড় কাটার সময় পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি। দুই/তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হবে।