উত্তেজনা বাড়ার মধ্যে মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র

| মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে এবং দ্রুতই সেটি গন্তব্যে পৌঁছে যাবে। সমপ্রতি তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার শুকরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলজুড়ে ব্যাপক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিল। খবর বিডিনিউজের।

এটি ইরানের কোনওরকম হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার যুক্তরাষ্ট্রের দৃঢ়সংকল্পরই ইঙ্গিত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষায় যথাসম্ভব সব পদক্ষেপ নেবে। রোববার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেণ্টাগন বলেছে, অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড সাবমেরিন মধ্যপ্রাচ্য অঞ্চলে পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.১৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন, ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি দোষারোপ