পরিবেশ নষ্ট হয়, এমন বক্তব্য পরিহার করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে ‘ইতিবাচক’ অভিহিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এমন উত্তেজনাকর বক্তব্য না হওয়ায়ই ভালো এবং তা উভয়দিক থেকেই এসেছে। খবর বিডিনিউজের।
ব্যাংককে গত সপ্তাহে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে জানানো ওই আহ্বানের বিষয়ে গতকাল মঙ্গলবার এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উত্তেজনাকর বক্তব্য–আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে একতরফাভাবে হয়েছে, তাতো না–হয়ত আমাদের কেউ কেউ বলছেন, সেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যা সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকে। আমরা জানি যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে, আপনারা প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের কেউ কেউ এটা করেছেন।
হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপিত হয়েছে, চূড়ান্ত কথা হয়নি: এদিকে ব্যাংককে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাড়া না পাওয়ার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এ বিষয়ে দুপক্ষ কাজ করবে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপনের পর ভারতের প্রধানমন্ত্রীর কী প্রতিক্রিয়া ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, এটা নিয়ে চূড়ান্ত কিছু হয় নাই। আমি এটুকুই বলব।