আমি ২৬নং ওয়ার্ড, উত্তর হালিশহর, চট্টগ্রামের বাসিন্দা। অত্র এলাকার বিশেষ করে বি–ব্লক এবং এ–ব্লক এর প্রধান সড়কে দীর্ঘদিন ধরে ওয়াসা কর্মরত রয়েছে। তাদের কাজের সুবিধার জন্য তারা রাস্তাগুলোকে বর্তমানে চলাচলের অযোগ্য করে তুলেছে। বি ব্লক এবং এ ব্লক এর রাস্তাগুলোর বর্তমানে বেহাল দশা।
অত্র এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার রাস্তাগুলো। যেখানে সেখানে গর্ত আর রাস্তা ভাঙা হওয়ায় বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠার পুরাতন সমস্যা যেন আগুনে ঘি ঢালার কাজ করছে অর্থাৎ ভোগান্তি তখন চরম অবস্থায়। তাই জনসাধারণের পক্ষ হতে এই ভোগান্তির দ্রুত সমাধান চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা জনসাধারণের কথা চিন্তা করে রাস্তাগুলোর দ্রুত সংস্কার করে এই সমস্যার সমাধান করবেন।
মো. শেখ ফরিদ
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।