উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আজিজুল ইসলাম তালুকদার। শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন

 

পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল ইসলাম, মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া

তালুকদার, চিকিৎসক শাহ আলম, ইঞ্জিনিয়ার শাহ আলম, বিদ্যালয়ের সহাকরী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য খোরশেদ আলম, আলমগীর হোসেন বাবু, ফজলুল কাদের, ফুলমালা প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবন্দর স্পোর্টস কমপ্লেক্স এবং জুনিয়র একাডেমি যুগ্ম চ্যাম্পিয়ন