হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা ইউনিয়নস্থ রহমতঘোনায় গতকাল শনিবার বিকেলে চারটি গ্রামীণ সড়কের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রহমতঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর খান। বিমেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম।
বক্তব্য রাখেন মো. রফিক, দানা মিয়া, সৈয়দ সওদাগর, নুর নেওয়াজ, রবিউল হোসেন, আলাউদ্দিন জিকো প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুর খান বলেন, গ্রাম হবে শহর এ পরিকল্পনা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার।
এ কার্যক্রম অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। পরে প্রধান অথিতি রমজান আলী বাড়ি সড়ক, ফজর রহমান মিস্ত্রি বাড়ি সড়ক, মোতালেব মাস্টার বাড়ি সড়ক ও আলী আহমদ মিস্ত্রি বাড়ি সড়ক উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।