উত্তর জেলা বিএনপির তিন সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি বাতিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:০৮ পূর্বাহ্ণ

উত্তর জেলা বিএনপির আওতাধীন তিনটি সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। কমিটিগুলো হচ্ছেমীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা। গতকাল মঙ্গলবার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার কমিটিগুলো বাতিল করে কেন্দ্রীয় দপ্তরকে অবহিত করেন। বিষয়টি আজাদীকে নিশ্চিত করে তিনি বলেন, বিলুপ্তকৃত সাংগঠনিক ইউনিটগুলোতে শীগ্রই কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবিএসটিআইয়ের অনুমোদন নেই, আফমী প্লাজায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা