চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন উপলক্ষে গতকাল রবিবার এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।
সভাপতির বক্তব্যে চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, সরকারের অদূরদর্শিতার কারণে করোনা অনেক লোকের প্রাণ কেড়ে নিয়েছে। ভবিষ্যতে আরও ভয়ংকর রূপ ধারণ করে আমাদের দেশের হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই দলমত নির্বিশেষে সবাইকে করোনা রোগীর পাশে দাঁড়াতে হবে। প্রধান বক্তার বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও কোনদিন জনগণকে ছেড়ে যায়নি। তাই আজকে আমরা শুধু সরকারের ব্যর্থতার সমালোচনা করে ক্ষান্ত হয়নি, প্রত্যক্ষভাবে করোনা রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এম এ হালিম, ছালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অব. কর্নেল আজিম উল্লাহ বাহার, আজম খান, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, কুতুব উদ্দিন বাহার, আবু জাফর চৌধুরী, জাকির, আতিকুল ইসলাম লতিফি, ফখরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।