চট্টগ্রাম উত্তর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের কাউন্সিল অধিবেশন ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফলে গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও অধ্যাপক হাফেজ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।
প্রধান বক্তা ছিলেন জামিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্। প্রধান অতিথি বলেন, মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক–কর্মচারী ও শিক্ষার্থীদের নিবিঘ্নে শিক্ষা কার্যক্রম সম্পন্নের সুযোগ দিয়ে দলীয় প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করলে, এ শিক্ষা ধারা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর পরেও যদি পূর্ববর্তী ধারা অব্যাহত থাকে, তাহলে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য যেসব ছাত্র জনতা নিজেদের উৎসর্গ করেছেন তাঁদের রক্তের সাথে বেঈমানী করা হবে।
কাউন্সিল অধিবেশনে অধ্যক্ষ একরামুল হককে সভাপতি, অধ্যক্ষ সালেহ আহমদ আনচারীকে সাধারণ সম্পাদক এবং অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।