উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি ও ভাটিয়ারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেনকে গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগের দিন রবিবার সন্ধ্যার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. আকবর হোসেনকে একই ইউনিয়েনের তার গ্রামের বাড়ি জুদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তাতারকৃত আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে
পরবর্তী নিবন্ধটেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, ডাকাত গুলিবিদ্ধ