চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সব সময় একটি সুসংগঠিত শক্তিশালী ঐতিহ্যবাহী ইউনিট হিসেবে সুনাম অর্জন করেছে, সে ধারাবাহিকতা রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে এবং জেলা আওতাধীন সকল ইউনিটের কার্যক্রম আরো গতিশীল করতে হবে।তিনি গতকাল উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক রির্পোট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। তিনি বলেন, অচিরেই জেলার আওতাধীন নিস্ক্রিয় ইউনিট গুলোকে সক্রিয় করার ব্যবস্থা নেয়া হবে।সভায় ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে এস ডি জি প্রগ্রেস অ্যাওয়ার্ড লাভ করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সভায় আগামীকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন, আগামী ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন,প্রয়াত নেতাদের স্মরণ সভা আয়োজন এবং আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জেলার আওতাধীন ৭ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম,আফতাব উদ্দিন চৌধুরী,জসিম উদ্দিন,স্বজন কুমার তালুকদার,আবুল কাশেম চিশতি, দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, শাহজাহান সিকদার, মো. আলী শাহ,ইদ্রিস আজগর, আলাউদ্দিন সাবেরী,জাফর আহমেদ, মহসীন জাহাঙ্গীর,প্রদীপ চক্রবর্তী, নাজিম উদ্দিন তালুকদার,আবু তালেব, এনায়েত হোসেন নয়ন, ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান,আসম ইয়াছিন মাহমুদ, জেবুন নেছা, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, ইফতেখার হোসেন বাবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।