চট্টগ্রাম উত্তর জেলা আইনজীবী পরিষদের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কর্মচারী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবাল (১৩ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে উত্তর জেলা আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্বে ও সাংগঠিনক সম্পাদক এড. আবছার উদ্দিন হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পি.পি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক চট্টগ্রাম জেলা পি.পি এড মোঃ এনামুল হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. মোঃ জালাল উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ খাইরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এএসএম বজলুর রশিদ (মিন্টু), সাবেক এ.জি.এস এডভোকেট মোঃ ইয়াছিন, এ.জি.এস. এড. মোঃ ইমরান, নব-নির্বাচিত এ.জি.এস. এড. মোঃ কাশেম কামাল, উত্তর জেলা আইনজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এড. কে.আর.এম খাইরুদ্দীন মাহমুদ চৌধুরী হিরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফিরোজ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মীর মোঃ আজমগীরসহ আরো অনেকে।