পটিয়া উপজেলার উত্তর চাপড়া সার্বজনীন রাধামাধব মন্দিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন গত ১৬ ফেব্রুয়ারি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সঞ্চালনায় ও ডা. দয়াল হরি শীলের সভাপতিত্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন মানবাধিকার নেত্রী অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন মানবকল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সমাজসেবক আশুতোষ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুমন শীল। প্রধান অতিথি ছিলেন ঋষিধাম পরিচালনা উপ–কমিটির সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক। ধর্মীয় আলোচক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণি। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এড. শুভাশিষ শর্মা, রাউজান অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, শিমুল নন্দী, তপন কান্তি ধর, অজয় দত্ত, চন্দন দাশ, পুলক চৌধুরী। সংবর্ধেয় অতিথি ছিলেন ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, খুররাম নাইম, ডা. রুপন শীল, রঞ্জন চৌধুরী ভুট্টু। প্রেস বিজ্ঞপ্তি।