উত্তর কোরিয়া যুদ্ধে নামলে অবাধে মার্কিন অস্ত্র ব্যবহার করবে ইউক্রেন : পেন্টাগণ

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক ইউনিট মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর পেণ্টাগণ সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে তাদের বিরুদ্ধে আমেরিকান অস্ত্র ব্যবহারে ইউক্রেনের ওপর নতুন আর কোনও বিধিনিষেধ যুক্তরাষ্ট্র আরোপ করবে না। খবর বিডিনিউজের।

উত্তর কোরিয়ার সেনা মোতায়েন পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। কারণ, ইউক্রেনে আড়াই বছরের সংঘাত এতে আরও ছড়িয়ে পড়তে পারে।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা ইন্দোপ্যাসিফিক এবং ইউরোআটলান্টিক উভয় অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন সম্পর্কে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে সাংবাদিকদের একথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই সহযোগিতা খুবই বিপজ্জনক। পেন্টাগনের হিসাব অনুযায়ী, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.০৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধওয়াশিংটন ও ওরেগনে ব্যালট ড্রপ বাক্সে অগ্নিসংযোগ