উত্তর আগ্রাবাদ শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা গত ১৮ জানুয়ারি কার্যালয় সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান চৌধুরী। পরে উপস্থিত সদস্যগণের সম্মতিতে ফখরুদ্দিন আহমেদকে সভাপতি, মোস্তাক আহমেদ ও মো. সাহাব উদ্দিন আহমেদকে সহসভাপতি এবং চৌধুরী হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০২৫ ও ২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সহ–সাধারণ সম্পাদক এএইচএম কুতুব উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক এ কে এম মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মাহাবুবুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শরফুন নূর, সদস্য মো. মুসলিম উদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন, আবদুল জলিল, মো. ওয়াহিদুল হক ও ফখরুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি।