উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো উচ্চ প্রযুক্তির সুজুকি গ্র্যান্ড ভিটারা

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

সম্পূর্ণ হাইব্রিড প্রযুক্তির সুজুকি গ্র্যান্ড ভিটারা একটি যুগোপযোগী এবং অত্যাধুনিক স্পোর্টস ইউটিরিটি ভেহিকেল বাজারজাতকরণ শুরু করল উত্তরা মোটর্স, যা প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গাড়িটির উদ্বোধন অনুষ্ঠিত হয় সুজুকি কার এক্সপিরিয়েন্স সেন্টার, উত্তরা সেন্টার, তেজগাঁও, ঢাকায়। উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।

উত্তরা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক ফাইন্যান্স ও অ্যাডমিন এবিএম হুমায়ুন কবির যৌথভাবে সম্পূর্ণ হাইব্রিড প্রযুক্তির সুজুকি গ্র্যান্ড ভিটারা উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন কর্পোরেট হাউস, সুজুকি গাড়ির গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মতিউর রহমান বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন স্পোর্টস ইউটিরিটি ভেহিকেলের গাড়ির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, এই গাড়িটি গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এর সর্বাধুনিক হাইব্রিড প্রযুক্তির সংমিশ্রণ গ্রাহকদের নতুন মাত্রার ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে এবং আরও বেশি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ফ্লেভার্সের ব্যতিক্রমী ইফতার
পরবর্তী নিবন্ধসৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা বন্ধ করেনি : ধর্ম উপদেষ্টা