নাটক ও সিনেমার শুটিং বন্ধে বাসা মালিকদের চিঠি দিয়েছে উত্তরা সেক্টর–৪ কল্যাণ সমিতি। খবর বাংলানিউজের।
চিঠির বিষয়টি উত্তরা সেক্টর–৪ কল্যাণ সমিতির সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমকে নিশ্চিত করেন। গেল ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে। চিঠিতে হাউসের মালিকদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। সেখানে আরও বলা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী।