উত্তরপত্র পুনঃনিরীক্ষণে পাস ৬৪ পরীক্ষার্থী, ৬৫ জন নতুন জিপিএ-৫

এসএসসি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে এক হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৬৪ পরীক্ষার্থী। নতুন করে জিপিএ৫ পেয়েছেন ৬৫ জন।

গতকাল রোববার দুপুরে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এর আগে গত ১০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন। নতুন করে ৬৫ জন জিপিএ৫ পাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০৮ জনে।

. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কঙবাজার মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। উপস্থিত ছিলেন ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছরে পাস করেছেন ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফেল করেছেন ৩৯ হাজার ২০৭ জন।

পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি।

পূর্ববর্তী নিবন্ধছেলের প্রেমের বলী হলেন বাবা!
পরবর্তী নিবন্ধহত্যা নয়, ঋণগ্রস্ত রিপনের মৃত্যু দুশ্চিন্তা থেকে স্ট্রোকে