দেখেও দেখি না. শুনেও শুনি না
চোখ আছে বলে দেখে যাচ্ছি
প্রতিনিয়ত যা ঘটে যাচ্ছে
তার কোন কি প্রতিকার আছে।
যতটুকু বলছি আলাপের মত
গল্পের কাহিনীর বয়ে বেড়াচ্ছে
পৃথিবীটা ঘুরছে মাথার ভেতর
কি করা উচিত ভেবে পাই না বিবেক।
পিছু ছাড়ে না কথার পংক্তিমালা
মনে হয় সবকিছু ছলনাময়ী
আলাপনের তালে তাল মিলিয়ে
কেটে যাচ্ছে দিনের শেষে
পাঁজর ভাঙছে উত্তপ্ত আগুনে।