উডুক্কু ট্যাক্সি ব্যবসা বিক্রি করবে উবার

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নিজেদের ‘উডুক্কু ট্যাক্সি’ ব্যবসা ‘উবার এলেভেট’ বিক্রি করে দিচ্ছে উবার। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আলোচনা অনেক দূর গড়িয়েছে। অ্যারোস্পেস প্রতিষ্ঠান ‘জোবি অ্যাভিয়েশন’ এর সঙ্গে চলছে ওই আলোচনা। উবার অবশ্য এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি প্রথমে জানিয়েছে অনলাইন সংবাদদাতা অ্যাক্সিওস।
খবর প্রকাশের পরপরই উবার এলেভেটের শেয়ার দর ছয় শতাংশ বেড়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বৈদ্যুতিক উডুক্কু ট্যাক্সি তৈরির পরিকল্পনা নিয়ে জানুয়ারিতে উবার এলেভেটের সঙ্গে চুক্তিতে যাওয়ার খবর জানিয়েছিল হিউন্দাই মোটর। সামপ্রতিক মালিকানা হাতবদল সম্পর্কিত খবর আসার পর তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম চলচ্চিত্রেই বাজিমাত করলেন সুনেরাহ
পরবর্তী নিবন্ধগুগল ম্যাপে নিকটবর্তী বাস-ট্রেনের তথ্য