সন্দ্বীপ উপজেলার দ্বীপ উড়িরচরে তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে দেখতে গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শনে যান জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার, আরডিসি , সহকারী কমিশনার (ভূমি),স্টাফ অফিসার টু ডি ও স্থানীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)। জেলাপ্রশাসক সন্দ্বীপ উপজেলার উড়িরচর অংশের ৮০টি ভূমিহীন পরিবারের মাঝে খতিয়ান বিতরণ করেন। নতুন ভূমিহীন পরিবার বাছাই করেছেন ৩৪ টি। ৩৭ টি ভূমিহীন পরিবারের জন্য কবুলিয়ত গ্রহণ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একইসাথে ৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল ও চাল বিতরণ, কিশোর–কিশোরী ক্লাবের শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ভাষা সৈনিক সালাম ও বীর মুক্তিযোদ্ধা হারুন আশ্রয়ণ প্রকল্পের কাজ সরজমিন পরিদর্শন করেন তিনি। এছাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সকলের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক বলেন, সন্দ্বীপ উপজেলার অংশ হিসেবে উড়িরচর দুর্গম এলাকা। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি এ এলাকায়ও পড়েছে। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমানে এ এলাকাটির অগ্রগতি দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আজ ভূমিহীন পরিবারকে জমির মালিকানা স্বরূপ খতিয়ান প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, দ্বীপ এলাকা উড়িরচরে নাগরিক সুবিধা দৃশ্যমান। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। উড়িরচর হবে পর্যটনসহ গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব। খবর প্রেস বিজ্ঞপ্তির।