বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল শিকদার গত ৩০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে ফুলকির এ.কে খান স্মৃতি মিলনায়তনে সিপিবি কোতোয়ালি থানার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কমরেড প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, প্রকৌশলী রথীন সেন, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, রিপায়ন বড়ুয়া, সিতারা শামিম, শীলা দাশ গুপ্ত, ডা. আরিফ বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড উজ্জ্বল শিকদার শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন। আমৃত্যু তিনি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক আদর্শের প্রতি নিষ্ঠা এবং আদর্শ বিস্তারের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।












