উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে ফেলোশীপে আগ্রহ

চক্ষু হাসপাতালে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারীর মতবিনিময়

| শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারী ডেভিড ট্যাংসহ প্রতিনিধি দলের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার হাসপাতালের মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে চিকিৎসকদের ফেলোশীপ দিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন ডেভিড ট্যাং। এ সময় উপস্থিত ছিলেন,অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রোগাম ম্যানেজার ইমাম নাহিল, ফ্রেড হেলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মিস রোকসানা, সিইআইটিসির একাডেমিক কোডিনেটর ও আইসিওর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, কনসালটেন্ট ডা. সোমা রানী রায়, কনসালটেন্ট ডা. মেরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম ফারুক প্রমূখ।

সভায় সিইআইটিসি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিভিন্ন সেবামূলক কার্যক্রম মনিটরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এছাড়া অস্ট্রেলিয়ান হাই কমিশনের মাধ্যমে উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের চিকিৎসকদের ফেলোশীপের বিষয়ে আলোচনা করা হয়। এরপর প্রতিনিধ দল হাসপাতালের সকল বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে চক্ষুু হাসপাতালের বিস্তারিত কার্যক্রম ও চিকিৎসা সেবা সম্পর্কে অবগত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশেষায়িত চিকিৎসায় প্রশিক্ষিত নার্স সময়ের দাবি
পরবর্তী নিবন্ধভাসানচরের উদ্দেশ্যে ক্যাম্প ছাড়ল আরও ১২৫০ রোহিঙ্গা