চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অন্তত এক–চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। সংক্রামক রোগে কোন রোগী মারা যাচ্ছে না। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ, বিশেষ করে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর ও ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘ডিজিটাল মেশিন ব্যবহার করে উচ্চ রক্তচাপ পরিমাপ, নির্ণয় ও চিকিৎসা প্রদান’ বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কার্যক্রম যৌথভাবে কর্মশালার আয়োজন করেন। গত ১২ এপ্রিল এ কর্মশালা শুরু হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ডিভিশনাল প্রোগ্রাম অফিসার ডা. শাহিনুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ফেসিলিটেটর ছিলেন বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভের ডেপুটি ডাইরেক্টর ডা. মাহফুজুর রহমান ভুঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের, ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান পলাশ ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। কর্মশালার পরে চট্টগ্রাম জেলার স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন।