উচ্চ দামে নিম্নমানের মিটার ক্রয়ের অভিযোগ

মেঘনা অয়েলে দুদকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

উচ্চ দামে নিম্নমানের মিটার ক্রয় করেছে মেঘনা অয়েল কোম্পানি চট্টগ্রাম, এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। এ সময় নিজেদের পছন্দমত কোম্পানি দ্বারা মিটার ক্রয়, বাজার দর যাচাইসহ টেন্ডার প্রক্রিয়ায় বেশ অনিয়মের তথ্য পাওয়া গেছে। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দুদকসূত্র।

সূত্র জানায়, উচ্চ দামে নিম্নমানের ক্রয়কৃত মিটারের মান যাচাই ও রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক পূর্ণাঙ্গ রিপোর্ট কমিশন বরাবর শীঘ্রই দাখিল করা হবে। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকের হটলাইন ১০৬ এর মাধ্যমে অভিযোগ পেয়ে মেঘনা অয়েল কোম্পানি চট্টগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সিন্ডিকেটধারী কিছু ঠিকাদারকে দিয়ে উচ্চ দামে নিম্নমানের মিটার ক্রয় করেছে এই কোম্পানি। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচুরির টাকায় কিনেন বাইক, এক সপ্তাহ পর ধরা
পরবর্তী নিবন্ধকাল ৪৬২৯ জন কৃষি গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দিবে চবিতে