উচ্চারকের যুদ্ধবিরোধী প্রযোজনা‘মন ও মানচিত্রের বিভাজন’

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, নিরীহ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধআগ্রাসনের প্রতিবাদে উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজন ‘মন ও মানচিত্রের বিভাজন’ গত ৯ মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে যুদ্ধের বিরুদ্ধে কবিতাপাঠ ও কথামালায় অংশ নেন কবি ওমর কায়সার, কবি আবু তাহের মুহাম্মদ, কবি সনজীব বড়ুয়া, কবি হাফিজ রশিদ খান ও কবি হোসাইন কবির।

উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন নাট্যজন শুভ্রা বিশ্বাস, মছরুর হোসেন, জেবুন নাহার শারমিন, তৈয়বা জহির আরশি, আরিফা আফরিন, শ্রাবণী দাশগুপ্তা, এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, তারানা কবির মিতু, অমৃতা নন্দিনী, মো. হামিদ উদ্দিন ও নাজমা আক্তার পলি। আবৃত্তির সাথে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী তন্বী বড়ুয়া।

মন ও মানচিত্রের বিভাজন’ শিরোনামে উচ্চারক তাদের শ্রুতি প্রযোজনার মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে। ফিলিস্তিনের কবি মাহমুদ দারবিশ, প্রাচ্যবিদ অ্যাডওয়ার্ড সাঈদ, আমেরিকান ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কির ফিলিস্তিন ভাবনা নিয়ে নির্মিত শ্রুতি প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন ফারুক তাহের। মাহমুদ দারবিশের কবিতা অ্যানথিসিস অবলম্বনে বিরোধাভাস কবিতাটির অনুবাদ করেছেন কবি ও নাট্যজন স্বপন মজুমদার। প্রযোজনার বিভিন্ন চরিত্রায়নে ছিলেন ফারুক তাহের, স্বপন মজুমদার, এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, কাসিফ মাহমুদ, জারিন সুবাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই’র উপহার বিতরণ