কবি–কবিতা–আবৃত্তিকার–শ্রোতা–এই চারটি বিষয়ের সমন্বয়ে উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত অনুষ্ঠান ‘কবি ও কাব্যকথার সমন্বয়’ এর পঞ্চদশ পর্ব আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিতব্য এবারের সন্ধ্যায় আমন্ত্রিত কবি থাকবেন শিহাব শাহরিয়ার, জিন্নাহ চৌধুরী ও শাশ্বত টিটো। তিনি কবির উপস্থিতিতে তাদের কবিতা আবৃত্তি করবেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ও উচ্চারকের শিল্পীরা।
উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে এবং সহসভাপতি এ এস এম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উচ্চারক শুভানুধ্যায়ী পরিষদ সদস্য কবি কাজী সালাহউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।