উগ্র ইহুদিদের প্রবেশ নিয়ে আল-আকসায় সংঘর্ষ

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

 

ইসরায়েলি পতাকা নিয়ে মিছিল করতে করতে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে শত শত উগ্রডানপন্থী ইহুদি। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার সকালে আলআকসার আলকিবলি প্রার্থনা হলের ছাদের দখল নেয় ইসরায়েলি বাহিনী। খবর বাংলানিউজের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রোববার সকালে রাজধানী জেরুজালেমে পতাকা মিছিল বের করে কয়েক শ’ ইসরায়েলি। মিছিলে সম্ভাব্য সহিংসতা এড়াতে ইসরায়েলের পুলিশ বাহিনী আল আকসা চত্বরের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছিল। তবে তার আগেই চত্বরে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। কিছু ইহুদি আলআকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে নামাজরত ফিলিস্তিনিদের উসকানি দেওয়ার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়েছে ইসরায়েলি বাহিনী। সে সময় ২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এদিকে আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ ও স্টান গ্রেনেড ছোড়ার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র বাসেম নাঈম রয়টার্সকে এ সম্পর্কে বলেন, আল আকসায় ঘটে যাওয়া সংঘর্ষের সম্পূর্ণ দায় ইসরায়েলের সরকারের। তাদের দায়িত্বহীন নীতির ফলাফলই হলো এই সংঘাত।

পূর্ববর্তী নিবন্ধইরানের ভূগর্ভে ড্রোনের গোপন ঘাঁটি
পরবর্তী নিবন্ধধীর-স্থিরভাবে এগিয়ে রুশ বাহিনী ‘লুহানস্ক দখলের পথে’