উখিয়া সীমান্তে পাঁচ কোটি টাকার আইস জব্দ

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৫২ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় এক কেজি ৪০ গ্রাম খ্রিস্টাল আইস মাদক জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উখিয়া সীমান্তের রাহমতের বিল এলাকা থেকে পাঁচ কোটি ২০ লাখ টাকা মূল্যের এসব মাদক উদ্ধারের কথা জানায় বিজিবি।

এক বিবৃতিতে বিজিবি জানায়, বিজিবি কঙবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) উখিয়ার বালুখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উচ্চ মূল্যের মাদক উদ্ধার করেছে। কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মিয়ানমার থেকে এনে ক্রয়বিক্রয়কালে বিজিবির ধাওয়ায় পাচারকারীরা পালিয়ে যায়। এসময় উখিয়া পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ কোটি বিশ লাখ টাকা মূল্যের ১.৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবির কঙবাজার ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদী হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধসেই নুর চেহের পেলেন পাঁচ লাখ টাকার চেক
পরবর্তী নিবন্ধচুক্তির ‘বৈষম্যমূলক’ ধারা সংশোধনের দাবি