উখিয়ায় ৫ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

উখিয়ায় ৫ ইউনিয়ন থেকে অসংখ্য প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উখিয়ার ১ নং জালিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছৈয়দ আলম, বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসাইন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মনির আহমেদ, ২নং রত্নাপালং ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নুরুল হুদা, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, ৩নং হলদিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান শাহ আলম, যুবলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, ৪নং রাজাপালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা সাদনান জামি চৌধুরী, ৫ নং পালংখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা এম গফুর উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল মঞ্জুর, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী এম আবদুল মালেক।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রতীকী মেয়র হলেন জবা ত্রিপুরা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ১৬ ইউনিয়নে ২৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা