প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভী মনির (৩৫) নামে এক রোহিঙ্গা খুন হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে উখিয়ার জামতলী -১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৬ ব্লকে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে ৮-এপিবিএন পুলিশ আটক করেছে। নিহত রোহিঙ্গা মৌলভী ওই ক্যাম্পের মোহাম্মদ ইউনুছের ছেলে। আটক দুইজন হল- একই ক্যাম্পের মৃত নুরুর ছেলে মো. ইউনুস (৩৫) ও মৃত মকতুল হোসেনের ছেলে মো.ইয়াছিন (৪৪)।
৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আটক আসামিরা মিয়ানমারে থাকাকালীন নিহত মনিরের প্রতিবেশী এবং তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। বাংলাদেশে আসার পরও তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে ছিল। তবে তারা পাশাপাশি ব্লকে অবস্থান করত। বুধবার ঘরের আঙিনা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে মৌলভী মনিরের বড় ভাই পীর মোহাম্মদের সাথে ঝগড়া হয়। সেই ঝগড়া ও পুরনো বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাতে মনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।