উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ২টি ভারী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। ১৪ এপিবিএন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার রাত ৯ টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়া পুলিশ এক অভিযান চালায়। এসময় কুতুপালং ক্যাম্প, ব্লকজি/৩ থেকে ১ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ নুর কাদের (৩০) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে বালুখালী ক্যাম্প১০, ব্লকপূর্বেরজি/, বর্তমান৪১ এর মৃত আমান উল্লাহ ছেলে।

অন্যদিকে কুতুপালং ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ১৪ এপিবিএন সদস্যরা গত রোববার এক অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ ৩ আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বলে জানা যায়। ওইদিন বিকেল ৪টার দিকে কুতুপালং ক্যাম্প৫ থেকে আরসা লিডার মো. ইব্রাহিমসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এপিবিএন পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্প্রতি হত্যার শিকার রোহিঙ্গা আবুল কালাম ও কেফায়াত উল্লাহকে হত্যার সঙ্গে জড়িত বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খনদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধতামাকুমন্ডি লেইন ও রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির মতবিনিময়