উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা প্রশাসন। গত ২২ মার্চ উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে নিঃস্ব হন স্থানীয় ১২৬ পরিবার। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাদের ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। এসময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের হাতে তুলে দেয়া হয় ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কঙবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উখিয়া আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আল মামুন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মঞ্জুর, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা আলী আহমেদ, ফজল কাদের ভুট্টো, স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার প্রমুখ।