কক্সবাজারের উখিয়ায় বিএনপি-জামায়াতের উদ্যোগে এক আনন্দ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকে উখিয়ার বিভিন্নস্হান থেকে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।
পুরো উখিয়ার সদর ষ্টেশন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার,উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এডঃশাহ জালাল চৌধুরী,উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল,উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার,উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন,শ্রমিক নেতা আবদুল মালেক মানিক,যুবদল নেতা রিদুয়ান রহমান বাপ্পি,আলমগীর হান্নান,উপজেলা ছাত্রদল নেতা এম এইচ ভুট্টাে,আলী হোসেন সুমন,নুরুল আলম ওয়াহিদ, মোহাম্মদ ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ওসমান ও শিবির নেতা সাইদি।
এসময় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। এর বিচার মহান আল্লাহ করেছেন।দীর্ঘদিন জুলুম- অত্যাচার করেছে আওয়ামীলীগ।সকল ছাত্র সমাজকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া কক্সবাজার-টেকনাফ মহাসড়কের যানচলাচল কয়েকঘন্টা বন্ধ ছিল। এসময় নেতাকর্মীরা স্রোগান দিতে দেখা গেছে। বিভিন্ন শ্রেনী -পেশার মানুষ নেচে গেছে আনন্দ উদযাপন করেছেন।