উখিয়ায় ৪৪ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ এপ্রিল, ২০২৪ at ৯:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।

গত কয়দিনে উখিয়ার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ১০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। পরে যাচাই-বাছাই করে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করা হয়। রবিবার ও সোমবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৪ জন রোহিঙ্গাকে আটক করেন।

এসব রোহিঙ্গারা ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্প ছেড়ে লোকালয়ে চলে আসছে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন আটককৃত রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ডাঙারচর ঘাটে যাত্রী পারাপার বন্ধ, সং’ঘর্ষের আশঙ্কা
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে পণ্য খালাস কম, বেড়েছে কন্টেনারের সংখ্যা