উখিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়ন পত্র দাখিল

উখিয়া প্রতিনিধি

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৩:৪৬ অপরাহ্ণ

আগামী ২৯ মে (বুধবার) কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উখিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এরপর থেকে প্রার্থীরা উখিয়ার বিভিন্ন ষ্টেশনে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক করতে দেখা গেছে।

উখিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অনলাইনে ১৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ৩ জন।

ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন নেছা বেবী, সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আকতার ও মরিচ্যার সানজিদা আক্তার নুরী।

ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তির জন্য সময় রাখা হয়েছে তিনদিন। ৯ থেকে ১১ মে আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন। তৎমধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্য স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি।

পূর্ববর্তী নিবন্ধওমানে বাঙালির বৈশাখী মেলা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক