উখিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৮:১১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলা এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলা গ্রামের আবদুল আজিজের ছেলে আমিনুল ইসলাম (৯)। শুক্রবার (১৫ মার্চ) দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় নুরুল বশর বলেন, বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গেলে সে ডুবে যায়। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিয়ের ২০ দিনের মাথায় যুবকের মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধদ্রুত সময়ে জিম্মি জাহাজ ও নাবিকদের মুক্ত করার প্রচেষ্টা চলছে : চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী