উখিয়ায় ঘর থেকে বের করে রোহিঙ্গা নেতাকে হত্যা

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের এক কমিউনিটি নেতাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম২৭ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। নিহত করিম উল্লাহ (৩৭) ওই ক্যাম্পের এম২৭ ব্লকের মৃত গনু মিয়ার ছেলে। করিম নিজের ব্লকের কমিউনিটি নেতা বা ব্লক মাঝি ছিলেন। খবর বিডিনিউজের।

স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, রাত সাড়ে ৮টার দিকে করিম উল্লাহকে বসত ঘর থেকে বের করে নিয়ে যায় একদল মানুষ। ঘর থেকে বের করেই গলা কেটে করিমকে হত্যা করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে জেনেছেন পুলিশ কর্মকর্তা শামীম। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
পরবর্তী নিবন্ধস্কুল শিক্ষিকার স্কুটি পোড়াল সন্ত্রাসীরা