উই বাজারের উদ্যোক্তা মেলা শুরু

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় উই বাজারের উদ্যোগে চেম্বারের সেমিনার হলে শুরু হল ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। গতকাল মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের অ্যাসিস্টেন্ট প্রফেসর ড. শিরীন শাহজাহান নওমী প্রধান অতিথি হিসেবে আগত অতিথিদের নিয়ে কেক কেটে মেলা উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য এই মেলা আয়োজন অত্যন্ত প্রসংশনীয় উদ্যোগ। এভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করলেই এক সময় তারা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান, পরিচালক শামীম মোর্শেদ, সীমা খাতুন, শাহেলা আবেদীন, সাবিনা ইকরাম সিরাজী, সাবিনা কাইয়ুম, নূজহাত নূয়েরী কৃষ্টি, রাইসা মাহবুব, ফাতেমা ইসলাম লিজা, আকলিমা আক্তার আঁখি, সদস্য রোকেয়া রহমান, পারভীন আক্তার, নাজমা সাঈদা বেগম, সানজিদা মাহবুব, শারমিন আক্তার প্রমুখ। মেলা আগামী ২৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কোয়ান্টাম ফাউন্ডেশনে শোকরানা হিলিং উৎসব
পরবর্তী নিবন্ধহালদা নদী থেকে ছয় হাজার মিটার জাল জব্দ