উইলিয়াম কাথবার্ট ফক্নার (১৮৯৭–১৯৬২)। কবি ও ঔপন্যাসিক। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের নিউ আলবেনিতে ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে ফকনার হাইস্কুল শেষ করতে পারেননি। যদিও তিনি একজন বিশেষ ছাত্র হিসেবে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়াল এয়ার ফোর্সের কানাডীয় শাখায় স্বল্প সময়ের জন্য যোগ দেন। এর আগে তিনি মার্কিন সেনাবাহিনী থেকে ওজন ও উচ্চতার অভাবের কারণে প্রত্যাখ্যাত হয়েছিলেন। তবে তিনি যুদ্ধে অংশ নেবার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধের পর তিনি বিভিন্ন জায়গায় কেরানিগিরি ও বাড়ি নির্মাণের কাজে আয় উপার্জন করতেন। কবিতার মধ্যদিয়ে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। কিছু কবিতা প্রকাশিতও হয়। ১৯২১ খ্রিষ্টাব্দে তার লেখা একটি নাটক মঞ্চায়িত হয়। ১৯২৪ খ্রিষ্টাব্দে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। ১৯২৫ খ্রিষ্টাব্দে তার সাথে শেরউড অ্যান্ডারসনের সাক্ষাৎ হয়। অ্যান্ডারসন তাকে কল্পকাহিনী লিখতে উদ্বুদ্ধ করেন। অন্যান্য মার্কিন লেখকদের অনুসরণ করে ১৯২৫ খ্রিষ্টাব্দে ফকনার ছয় মাসের জন্য ইউরোপ সফর করে আসেন। যুক্তরাষ্ট্রে ফিরে এসে তিনি মনোযোগ দিয়ে লেখালেখি শুরু করেন। ১৯২৬ খ্রিষ্টাব্দে তার প্রথম উপন্যাস বেরোয়, ১৯২৭ খ্রিষ্টাব্দে বের হয় দ্বিতীয়টি। সার্টোরিস নামের তৃতীয় উপন্যাসটি ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। ১৯৩০ ও ১৯৪০ এর শুরুর দিকে ফকনার চিত্রনাট্যলেখক হিসেবে হলিউড গিয়েছিলেন। জীবনের বাকী সময় তিনি অক্সফোর্ডেই গল্প ও উপন্যাস লিখে কাটিয়ে দেন। ফকনার মোট ১৯টি উপন্যাস ও বহু ছোট গল্প লেখেন। তার বেশ কিছু কাব্যগ্রন্থও আছে। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলো হল দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি (১৯২৯), অ্যাজ আই লে ডাইং (১৯৩০), লাইট ইন অগাস্ট (১৯৩২), আবখ্রিষ্টাব্দোম, আবখ্রিষ্টাব্দোম! (১৯৩৬), এবং দি আনভ্যাংকুইশ্ড (১৯৩৮)। ১৯৪৯ খ্রিষ্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯৫৫ খ্রিষ্টাব্দে আ ফেবল নামে প্রথম বিশ্বযুদ্ধকালীন ফ্রান্সের ওপর লেখা উপন্যাসটির জন্য জাতীয় বই পুরস্কার এবং পুলিৎজার পুরস্কার লাভ করেন। ১৯৬২ খ্রিষ্টাব্দের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।