উইমেন’স ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হতেই দারুণ সাড়া পেয়েছে ফিফা। আসর শুরুর এখনও তিন মাসেরও বেশি সময় বাকি, এখনই বিক্রি হয়ে গেছে সাড়ে ৬ লাখ টিকেট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ২০ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত চলবে এবারের উইমেন’স বিশ্বকাপ। দর্শকদের তুমুল আগ্রহের কারণে ফিফার লক্ষ্য এটিকে মেয়েদের বিশ্বকাপের সবচেয়ে সেরা আসর হিসেবে তুলে ধরা। এবার রেকর্ড ১৫ লাখ টিকেট বিক্রির লক্ষ্য তাদের।
ফিফার মহাসচিব ফাতমা সামৌরা বলেছেন, ‘ফিফার লক্ষ্য হল এই বছর ইতিহাসের সবচেয়ে বড় এবং সেরা উইমেন’স বিশ্বকাপ আয়োজন করা।’ আয়োজকরা ধারণা করছেন যে, এবারের বিশ্বকাপ টেলিভিশনে উপভোগ করবেন ২০০ কোটি দর্শক। ফিফা আশাবাদী, উদ্বোধনী দিনে সব মিলিয়ে ১ লাখেরও বেশি দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবেন।