উইন্ডিজ সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতির শুরু দেখছেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

বেশ কিছুদিন ধরে ভাল ফর্মে আছেন তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের মতে, বর্তমানে বাংলাদেশের পেসারদের জন্য রোল মডেল তাসকিন আহমেদ। অবশ্য গত কয়েক বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের বোলিংয়ে যোগ করেছেন ভিন্ন মাত্রা। তবে থেমে থাকতে চাননা তাসকিন। বরং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যক্তিগত চ্যালেঞ্জের কথা মাথায় রাখছেন ভালোভাবেই। যাতে করে সামনে আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেন তিনি। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাসকিনের খেলা হয়নি। তবে সাদা বলের দুই সিরিজেই তাকে পাচ্ছে বাংলাদেশ দল। তাসকিনের আশা টেস্ট সিরিজের ব্যর্থতা ঝেড়ে মুছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা।

শুধু তাই নয় সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাই উইন্ডিজ থেকেই প্রস্তুতি শুরুর কথাও জানালেন এ তারকা পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেরিত ভিডিও বার্তায় তাসকিন বলেন বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুযোগগুলো কাজে লাগাতে চান। প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ। সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ।

অবশ্যই জয়ের জন্য খেলবো। তাসকিন বলেন আমরা যেনো দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি। নিজেদের উন্নতি করতে পারি। আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি বিশ্বকাপের জন্য। টেস্টের ব্যর্থতা একপাশে রেখে এখন আপাতত টি-টোয়েন্টির দিকে মনোযোগ দেওয়ার কথা বললেন তাসকিন। তিনি বলেন এটা ঠিক যে শেষ সিরিজটা ভালো যায়নি আমাদের । এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে। এরপরই ওয়ানডে সিরিজ। যে ভুলগুলো হয়েছে আগের সিরিজে সে গুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে।

তিনি বলেন আগেরগুলো নিয়ে এখন বসে থাকা যাবে না । কারণ সামনে অন্য ফরম্যাটের খেলা আছে। অবশ্যই আমরা সামনে যে টি-টোয়েন্টি সিরিজ আছে সেদিকেই তাকিয়ে আছি। টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা করবো আমরা সবাই। চাইবো ভালো করতে। দেশকে জয় উপহার দিতে।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে এবং টি-২০ দল ঘোষণা
পরবর্তী নিবন্ধমেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে