উইন্ডিজ নারীদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ১২:৪২ অপরাহ্ণ

তীরে এসে তরী ডুবাল বাংলার নারীরা। আগের ম্যাচে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেওয়ার পর আজ মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের নারীদের।

কিন্তু দুদলের প্রথম দেখাতে বাগে পেয়েও ক্যারিবীয়ান নারীদের হারাতে পারলনা বাংলাদেশ। উল্টো জয়ের কিনারায় গিয়ে হেরে গেছে ৪ রানে। সালমা নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪০ রানে বেধে ফেলেছিল ক্যারিবীয়দের। কিন্ত নিজেরা অল আউট হয়ে যায় ১৩৬ রানে।

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলার নারীরা টানা দ্বিতীয় জয় থেকে বঞ্চিত হলো। টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নারী দল নিবারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ক্যম্পবেল করেন সবোচ্চ ৫৩ রান। এছাড়া ডটিন ১৭, ম্যাথিউস ১৮ এবং ফ্লেচার করেন ১৭ রান। বাংলাদেশের সালমা এবং নাহিদা নিয়েছেন ২টি করে উইকেট।

১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তারপরও ফারজানা, নিগার, সালমাদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্ত শেষ দিকে নাহিদার চেষ্টা ব্যথ হলে ৪ রানের কষ্টের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ফারজানা ২৩, নিগার ২৫, সালমা ২৩, শারমিন ১৭ এবং নাহিদা ২৫ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শুক্রবার করোনায় আক্রান্ত ২ জন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ঝরনা দেখতে গিয়ে পথ হারান পর্যটকরা, পুলিশের সহায়তায় উদ্ধার