উইজার্ড ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস এর আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের গতকাল ৫টি কেলা অনুষ্ঠিত হয়। নগরীর কোয়ালিটি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম উইজার্ড ৫ উইকেটে সোসাইটি অব ৯৬ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সোসাইটি অব ৯৬ ৭৭ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম উইজার্ড ৭৯ রান করে ম্যাচ জিতে নেয়। সুমন সাহা ম্যাচ সেরা নির্বাচিত হন। দ্বিতীয় ম্যাচে চিটাগাং রয়্যালস ৫২ রানে চিটাগাং গ্লেডিয়েটর্সকে পরাজিত। প্রথমে ব্যাট করে চিটাগাং রয়্যালস ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিরাজ করেন ২৭ বলে ৮৪ রান। জবাবে চিটাগাং গ্লেডিয়েটর্স ১১২ রান করতে সক্ষম হয়। শ্যাচ সেরা হয়েছেন মিরাজুল হক। তৃতীয় ম্যাচে এস এস সি ৯৯ চট্টগ্রাম ৬২ রানে রকার্স ৯৫৯৭ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করে এস এস সি ৯৯ চট্টগ্রাম ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৬২ রান করেন রাজিব। জবাবে রকার্স ৯৫৯৭ ৬১ রান করতে সমর্থ হয়। ম্যাচ সেরা হয়েছেন রাজিব। চতুর্ত ম্যাচে চট্টগ্রাম উইজার্ড ৪৯ রানে ব্যাচ ৯৪ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম উইজার্ড ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৫৯ রান করেন সুমন সাহা। জবাবে ব্যাচ ৯৪ ১০৪ রান করতে সক্ষম হয়। ম্যাচ সেরা হন সুমন সাহা। দিনের শেষ ম্যাচে টিম টাইগার্স ৯০ রানে উইজার্ড লায়নকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে টিম টাইগার্স ১৫৫ রান করে। জবাবে উইজার্ড লায়ন ৬৫ রান করেত সক্ষম হয়। ম্যাচ সেরা হয়েছেন ইমতিয়াজ উদ্দিন।