উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে হবে

ইসলামী ফ্রন্টের স্মরণসভায় বক্তারা

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

উইঘুর মুসলিমদের ওপর চলমান গণহত্যা, দমন নিপীড়নের প্রতিবাদ এবং গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা স... আবদুস সামাদ।

ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম.. মতিন বলেন, মুসলমানরা চীনে চরম নিপীড়নের শিকার হলেও জাতিসংঘ ও বড় দেশগুলো তেমন সোচ্চার ভূমিকা রাখছে না। উইঘুর মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যা ও নিপীড়ন থামাতে জাতিসংঘসহ সব দেশকে সোচ্চার হতে হবে। প্রধান বক্তা স... আবদুস সামাদ বলেন, সংখ্যালঘু মুসলমানদের জান মাল রক্ষা এবং তাদের স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার ফিরিয়ে দিতে হবে চীন সরকারকে। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলক্বাদেরী, আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, এম. সোলায়মান ফরিদ, মাওলানা সৈয়দ মোজাফ্‌ফর আহমদ মোজাদ্দেদী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ আবু তৈয়ব আশরাফী, মুহাম্মদ আবদুর রহিম, কাজী সোলায়মান চৌধুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, মাওলানা এম.এ মাবুদ, ইঞ্জিনিয়ার নুর হোসেন, মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা আব্দুন্নবী আলকাদেরী, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, ওবায়দুল মোস্তফা কদমরসূলী, গোলাম মুহাম্মদ ভূইয়া মানিক, সৈয়দ মুহাম্মদ আবু আজম, আব্দুল্লাহ আল জাবের প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি, চীনের উইঘুর মুসলমানসহ বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধদুই বাংলার কবি-সাহিত্যিক ও আবৃত্তিশিল্পীদের মিলনমেলা